reporterঅনলাইন ডেস্ক
  ১০ ফেব্রুয়ারি, ২০২৪

উপজেলা নির্বাচন : গুচ্ছের ২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

উপজেলা নির্বাচনের কারণে গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ আবারও পরিবর্তন করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বি ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা ৩ মে এবং সি ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা ১০ মে অনুষ্ঠিত হবে। তবে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত ২৭ এপ্রিলেই নেওয়া হবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের কারণে জিএসটি গুচ্ছভুক্ত বি ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা একদিন করে এগিয়ে আনা হয়েছে।

এর আগের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ মে গুচ্ছের ‘বি’ ইউনিটের (মানবিক) এবং ১১ মে সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close