জবি প্রতিনিধি

  ০৮ ফেব্রুয়ারি, ২০২৪

ক্রেস্ট কালচার বন্ধ করা উচিত : জবি উপাচার্য সাদেকা হালিম

ছবি : প্রতিদিনের সংবাদ

সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট কালচার বন্ধ করে দিয়ে গাছ লাগানোর কালচার তৈরি করা উচিত বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম। তিনি বলেন, ‘আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে এই কালচার বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করছি এবং বেশি বেশি গাছ লাগানোর কথা বলছি।’

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ আয়োজিত ক্যারিয়ার ম্যানেজমেন্ট সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠানে আলাপকালে এমন মন্তব্য করেন উপাচার্য সাদেকা হালিম। পদার্থবিজ্ঞান অ্যালামনাই আসোসিয়েশনের সভাপতি ড. আবদুল্লাহ আল-মমিনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের পরিচালনার দায়িত্বে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান অ্যালামনাই আসোসিয়েশনের সাধারণ সম্পাদক শোভন কুমার কুন্ডু।

জবি উপাচার্য সাদেকা হালিম বলেন, ‘পদার্থবিজ্ঞান সাবজেক্ট পড়ে কেউ কোনো দিন বসে থাকে না। আমার বাবা বলতেন, যারা সায়েন্সে এসে ফিজিক্স, ক্যামেস্টি পড়ে না, তাহলে তারা নিজেদের অবস্থান তৈরি করতে পারে না। যারা ফিজিক্স পড়ে না, তারাই বলে বাংলাদেশে ফিজিক্সের কোনো ভবিষ্যৎ নেই। বর্তমানে জাপান, যুক্তরাষ্ট্রে ফিজিক্সের অনেক ব্রাঞ্চ বের হয়েছে। তবে আমি মনে করি, আমাদের যেই বিষয়ই পড়ি না কেন, সেইটাকে ভালোবাসতে হবে; কারণ আমাদের দেশের মূল সমস্যা হলো, আমরা চাইলেও নিজের পছন্দ মতো সাবজেক্ট পড়তে পারি না।’

ক্যারিয়ার ম্যানেজমেন্ট সেমিনারে অতিথির বক্তব্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আলম খান বলেন, ‘জবি পদার্থবিজ্ঞান অ্যালামনাই আসোসিয়েশনকে আরো শক্তিশালী করতে হবে। এখন এআই যুগের সঙ্গে তাল মিলিয়ে কীভাবে একটি মানসম্পন্ন সিভি তৈরি করতে হয়, সেই বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে। আমরা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ি তাদের কীভাবে নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করা যায় সেদিকটি খেয়াল রাখতে হবে। সোনার বাংলা গড়ে তুলার ক্ষেত্রে তরুণদের ভূমিকা ব্যাপক। সেই ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ নজরুল ইসলাম খান, জবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ূন কবীর চৌধুরী, আবু তৌফিক আহমেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান, পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নূরে আলম আবদুল্লাহ, ওয়ার্পটেক্স বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহেব পাটোয়ারী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জবি পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষাক এবং বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জবি উপাচার্য
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close