জাবি প্রতিনিধি
স্থায়ী নিয়োগ পেলেন জাবির রেজিস্ট্রার আবু হাসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রেজিস্ট্রার হিসেবে বর্তমান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আবু হাসানকে স্থায়ী নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সোমবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুভূতি জানিয়ে আবু হাসান বলেন, আমার কখনও মনে হয়নি আমি ভারপ্রাপ্ত ছিলাম। তখন যেভাবে দায়িত্ব পালন করেছি এখনও যথাযথভাবে সেই দায়িত্ব পালন করতে চাই। এই দায়িত্বে আমাকে সুবিবেচনায় রাখার জন্য উপাচার্যসহ সিন্ডিকেট সদস্যদেরকে ধন্যবাদ জানাই।
উল্লেখ্য, গত ১১ জুলাই ২০২৩ তারিখে মো. আবু হাসানকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়। মো. আবু হাসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ১০ম ব্যাচের প্রাক্তন ছাত্র। তিনি ২০০০ সালের ২০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে সহকারী রেজিস্ট্রার পদে যোগদান করেন।
পিডিএস/এএমকে