জাবি প্রতিনিধি

  ০১ ডিসেম্বর, ২০২৩

জাবিতে নবীন ও আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা আজ

ছবি : প্রতিদিনের সংবাদ

‘পদ্ম ফুটুক কণ্ঠ ঢেউয়ে, ভাসুক নব তরণি’ স্লোগানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) উদ্যোগে শুক্রবার (১ ডিসেম্বর) শুরু হতে যাচ্ছে ৫ম নবীন ও ১৬তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৩।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা।

সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, বিতর্ক ও সৃজনশীল যুক্তির চর্চা এবং বিকশিত মনন তৈরিতে জেইউডিও আগামী ১-২ এবং ৮ ও ১৫ ডিসেম্বর প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। প্রতিযোগিতার প্রথম পর্বে ১-২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত হবে উদ্বোধনী পর্ব ও ৫ম নবীন বিতর্ক প্রতিযোগিতা ২০২৩।

দ্বিতীয় পর্বে ৮ ডিসেম্বর নতুন কলা ভবনে অনুষ্ঠিত হবে ১৬তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা। এ ছাড়া তৃতীয় পর্বে ১৫ ডিসেম্বর সেলিম আল দীন মুক্তমঞ্চে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব, পুরষ্কার বিতরণী ও সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে।

পিডিএস/এএমকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা,জাবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close