চবি প্রতিনিধি

  ২৮ নভেম্বর, ২০২৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

তিনশতাধিক আসন ফাঁকা, সপ্তম মেধা তালিকার দাবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সপ্তম মেধা তালিকার দাবিতে মঙ্গলবার বুদ্ধিজীবী চত্বরে মানববন্ধন। ছবি প্রতিদিনের সংবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমে আসন খালি থাকা সত্বেও ভর্তি হতে পারছেন না প্রায় তিনশতাধিক শিক্ষার্থী। এর প্রতিবাদে মানববন্ধন করেছে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে মানববন্ধন করেন তারা।

শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসন বাণিজ্যের কারণে তাদের মেধা তালিকা দিচ্ছে না। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় থাকার পরেও কেন আসন পাবেন না! ভতি ইচ্ছুক শিক্ষার্থী আদনান শরিফ অনিক বলেন, ‘আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি সপ্তম মেধা তালিকার জন্য। ফাঁকা আসনে ভর্তি নিলে আমাদের স্বপ্ন পূরন হবে। চবি প্রশাসন চাইলেই তিন শতাধিক শিক্ষার্থীর স্বপ্ন পূরণ করতে পারে।’

ভর্তি ইচ্ছুক আরেক শিক্ষার্থী রাকিবুল ইসলাম সঞ্চয় বলেন, ‘তিন শতাধিক আসন ফাঁকা রেখে মেধা তালিকা প্রকাশ বন্ধ করা অযৌক্তিক এবং শিক্ষার্থীদের সঙ্গে একটি অন্যায় আচরণ। সবাই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়, কিন্তু প্রশাসন এতগুলো শিক্ষার্থীর স্বপ্ন নষ্ট করে দিচ্ছে।’

এদিকে সপ্তম মেধা তালিকা প্রকাশ বিষয়ে জানতে চাইলে ভর্তি কমিটির সচিব ও একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এম আকবর হোছাইন বলেন, ‘এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের একটা সভা হবে, সেখানে যদি সিদ্ধান্ত হয়, তবেই সপ্তম মেধা তালিকা দেওয়া হবে।’

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,মানববন্ধন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close