জুবায়ের জামিল, রাবি

  ১১ অক্টোবর, ২০২৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়

ফিলিস্তিনিদের সমর্থনে রাবিতে সংহতি সমাবেশ

ছবি: প্রতিদিনের সংবাদ

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে সংহতি সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। সমাবেশে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র দল হামাসের চলমান অভিযানের প্রতি পূর্ণ সমর্থন জানায় তারা।

বুধবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে সমাবেশ হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আট শতাধিক শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানান বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদ।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বছরের পর বছর নানাভাবে ইসরায়েলের কাছে নির্যাতিত হচ্ছে ফিলিস্তিনের জনগণ। তাদের স্বাধীনভাবে বেঁচে থাকতে দেওয়া হচ্ছে না। ফিলিস্তিনের ওপর সব নির্যাতনের অবসান ঘটিয়ে দ্রুত সময়ের মধ্যে স্বাধীন রাষ্ট্র হিসেবে মর্যাদা দেওয়া হোক। পাশাপাশি ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হত্যাযজ্ঞ, নির্যাতন, বোমাহামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদ বলেন, ‘ফিলিস্তিনের প্রতি বরাবরই হামলা ও নির্যাতন চালিয়ে আসছে ইসরায়েল। কিন্তু এবার ফিলিস্তিন সেটার মোকাবিলা করেছে। শিক্ষার্থীরা ফিলিস্তানদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করছে জেনে আমিও একাত্মতা পোষণ করে এখানে দাঁড়িয়েছি। একজন মুসলমান হিসাবে এটা আমাদের কর্তব্য।’

সমাবেশে অংশ নেওয়া আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, ইসরায়েলের অনৈতিক কর্মকাণ্ডে তীব্র নিন্দা জানিয়ে এখানে দাঁড়িয়েছি। তাদের এমন কর্মকাণ্ডে পশ্চিমা দেশগুলো নীরব রয়েছে। আমরা বিশ্বাস করি, ফিলিস্তিন স্বাধীনতা নিয়েই ফিরবে ইনশাআল্লাহ।’

সালাউদ্দিন আম্মার নামের এক শিক্ষার্থী বলেন, ‘১৭৫৭ সালে ইংরেজদের কাছে পরাজিত হয়ে নবাব সিরাজুদ্দৌলা বলেছিলেন পলাশীর যুদ্ধে যদি বাঙালিরা একটি করে পাথর মারত, তাহলে ইংরেজরা যুদ্ধ করার সাহস দেখাত না, এমনকি পালানোর জায়গাটুকুও খুঁজে পেত না। আজকে যদি বিশ্বের মুসলমানরা একত্রিত থাকতেন, তাহলে ইসরায়েল এমন সাহস দেখাতে পারত না।’

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাবি,রাজশাহী বিশ্ববিদ্যালয়,ইসরায়েল,সংহতি সমাবেশ,ফিলিস্তিন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close