পাবিপ্রবি প্রতিনিধি :

  ২১ মার্চ, ২০২৩

পাবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি : প্রতিদিনের সংবাদ।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দফতর আয়োজিত ১৮, ১৯ ও ২১ মার্চ এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এবারের প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিল- চাকতি নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, গোলক নিক্ষেপ, দৌড়, ট্রিপল জাম্প, উচ্চ লাফ, দীর্ঘ লাফস, হার্ডেলস্, সাঁতার, যেমন খুশি তেমন সাজসহ দেশীয় খেলার ইভেন্ট।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. মোস্তফা কামাল খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন এবং বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে. এম. সালাহ্ উদ্দিন।

এ সময় রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. খায়রুল আলম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. দিলীপ কুমার সরকার, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. রাহিদুল ইসলাম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর ড. মো. কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা দপতরের পরিচালক ড. মো. নাজমুল হোসেন, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী,শারীরিক শিক্ষা দফতরের কর্মকর্তা মো. শেখ জামালসহ অন্যান্য দফতরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পিডিএস/এএমকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ক্রীড়া প্রতিযোগিতা,পাবিপ্রবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close