reporterঅনলাইন ডেস্ক
  ০৫ অক্টোবর, ২০২২

ডিসিসিআই সভাপতির সঙ্গে তুরস্কের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ

ছবি : প্রতিদিনের সংবাদ

পণ্য রফতানিতে তুরস্কের প্রতি শুল্ক হ্রাসের আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমান। তুরস্কের বাণিজ্যমন্ত্রী ড. মেহমুদ মুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

সম্প্রতি তুরস্কের রাজধানী আঙ্কারায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান বলেন, বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় বাণিজ্য ৯০০ মিলিয়ন ডলারের হলেও তা এখনো কাঙ্খিত পর্যায়ে পৌঁছায়নি। তবে পণ্যের বহুমুখীকরণ এবং ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ-সংক্রান্ত কর ও শুল্ক প্রতিবন্ধকতা নিরসনের মাধ্যমে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ আরো সম্প্রসারণে দুদেশের সরকারি ও বেসরকারি খাতের মধ্যকার যোগাযোগ আরো বাড়ানো প্রয়োজন। বিশেষ করে বাংলাদেশের ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও ২৮টি হাই-টেক পার্কে বিনিয়োগে এগিয়ে আসার জন্য তুরস্কের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান ডিসিসিআই সভাপতি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডিসিসিআই সভাপতি,তুরস্কের বাণিজ্যমন্ত্রী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close