reporterঅনলাইন ডেস্ক
  ৩০ সেপ্টেম্বর, ২০২৪

কন্যাশিশুর নিরাপত্তায় হবে ‘রেসপন্স টিম'

ছবি : সংগৃহীত

কন্যাশিশুদের নিরাপত্তায় তরুণ প্রতিনিধিদের নিয়ে সারাদেশে র‌্যাপিড রেসপন্স টিম গঠন করা হবে, বলে মন্তব্য করেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে সোমবার বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, প্রত্যেকটি টিম কেন্দ্রীয়ভাবে হবে। এখানে প্রশাসন, পুলিশ, আইনজীবী, কাউন্সিলর এবং তরুণ সমাজের উপস্থিতি থাকবে।

শিশু-কিশোরদের উদ্দেশে উপদেষ্টা বলেন, ‌প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা লেভেলে আমরা তোমাদের কাছে যাবো। আমরা যে করেই হোক মেয়েদের ওপরে নির্যাতন কমিয়ে আনবো। এটা হচ্ছে আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য। আমি আমার সরকারকে বলবো, রাষ্ট্র হোক বাচ্চাদের জন্য।

সোমবার সকালে শিশু একাডেমিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে শোভাযাত্রা করা হয়। এর উদ্বোধন করেন জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি বদিউল আলম মজুমদার। তিনি বলেন, কন্যাশিশুর প্রতি বঞ্চনা এবং নারীর প্রতি বঞ্চনার অবসান ঘটাতে হবে৷ এই প্রত্যয় নিয়ে আমাদের এগোতে হবে।

শোভাযাত্রা ও আলোচনা সভার পাশাপাশি এ দিন শিশু একাডেমি সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়৷ এতে শিশু একাডেমিতে প্রশিক্ষণার্থী শিশুরা অংশ নেয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close