উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
উলিপুরে অবৈধ এফ. বি. ইটভাটা বন্ধ ঘোষণা

কুড়িগ্রামের উলিপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এফবি ব্রিকস নামে একটি ইট ভাটা বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান।
জানা গেছে, দুর্গাপুর ইউনিয়নের জানজায়গীর এলাকায় অবস্থিত এফ. বি. ব্রিকস ইটভাটার কিলন (চুল্লি) ভেঙে দিয়ে ভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্য, পুলিশ সদস্য এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছি। পরিবেশের ছাড়পত্র ছাড়া কোন ইটভাটা চলতে দেওয়া হবে না। পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।