চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
বাংলাদেশ স্কাউট চৌহালী শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ স্কাউট সিরাজগঞ্জের চৌহালী উপজেলা শাখার ১০তম ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপজেলার খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে সিরাজগঞ্জ জেলা স্কাউট আহ্বায়ক কমিটির সদস্য এএলটি মোঃ আইয়ুব এর পরিচালনায় উপজেলা নির্বাহী অফিসার জুয়েল মিয়ার সভাপতিত্বে ত্রি-বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবির, চৌহালী থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, একাডেমিক সুপার ভাইজার খালিদ মাহমুদ, স্কাউটসের বিদায়ী সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমূখ ৷
সভায় স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা স্কাউট এর এডহক কমিটির সদস্য এলটি সরকার ছানোয়ার হোসেন ৷
উপজেলার ৬৭টি প্রাথমিক বিদ্যালয়, ২০টি মাধ্যমিক স্কুল ও ১৫ টি মাদ্রাসার স্কাউটস কাউন্সিলরদের উপস্থিতিতে আগামী তিন বছরের জন্য ১৩ সদস্যের কমিটির চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন উপজেলা স্কাউট সভাপতি জুয়েল মিয়া।
এতে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন খাষকাউলিয়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার শরীর চর্চা শিক্ষক আলী আকবরকে ৷
সহ-সভাপতি ৫ জন যথাক্রমে, চৌহালী থানা অফিসার ইনচার্জ, মাধ্যমিক শিক্ষা অফিসার, চৌহালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান জুয়েল, চর বোয়াল কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির।
কমিশনার পদে খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ফারুক হোসেনকে এবং কোষাধক্ষ্য পদে চর ধীতপুর দাখিল মাদ্রাসার সহঃ শিক্ষক শরিফুল ইসলাম ও যুগ্ম সম্পাদক রিয়াজ উদ্দিন সোহেলের নাম ঘোষনা করা হয় ৷
নতুন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়া মো. আলী আকবর বলেন আমরা নতুন করে চৌহালী উপজেলা স্কাউট সাজাবো, স্কাউটসের বিভিন্ন পর্যায়ের কম্পিটিশনে অংশগ্রহণ করে চৌহালী উপজেলার স্কাউটেস ঐতিহ্য ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ ৷
পিডিএস/এমএইউ