ভোলা প্রতিনিধি

  ০৪ ফেব্রুয়ারি, ২০২৫

ভোলায় গণস্বাক্ষরতা অভিযানের পরিকল্পনা সভা

ভোলায় গণস্বাক্ষরতা অভিযানের পরিকল্পনা সভায় বক্তব্য রাখছেন প্রধান অতিথি জিজেইউএস এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন- ছবি : প্রতিদিনের সংবাদ

গণস্বাক্ষরতা অভিযানের সহযোগিতায় এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর বাস্তবায়নে ভোলায় ৩ দিন ব্যপি গণস্বাক্ষরতা অভিযানের পরিকল্পনা সভা শুরু হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর নির্বাহী পরিচালক আলাউদ্দিন খান এর সভাপতিত্বে সকালে জিজেইউএস’এর হলরুমে অনুষ্ঠিত পরিকল্পনা সভায় প্রধান অতিথি ছিলেন জিজেইউএস এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।

বিশেষ অতিথি ছিলেন গণস্বাক্ষরতা অভিযানের প্রোগ্রাম ম্যানেজার মো. আবদুর রউফ, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার শামসুন নাহার কলি এবং সিনিয়র ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার খলিলুর রহমান। সভা পরিচালনা করেন জিজেইউএস-এর পরিচালক অ্যাডভোকেট বীথি ইসলাম।

এ পরিকল্পনা সভায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি), মানব উন্নয়ন কেন্দ্র, আশ্রয় ফাউন্ডেশন, এসেট, বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন, সেরা, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস), গণস্বাক্ষরতা অভিযান, ৯টি সংস্থার মোট ৩৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের বিদ্যমান চ্যালেঞ্জ চিহ্নিত করা, কার্যকর বাস্তবায়ন কৌশল নির্ধারণ এবং দীর্ঘমেয়াদী প্রভাব নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়।

সভায় বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি। অংশগ্রহণকারীরা অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি এবং বাস্তবায়ন কৌশল উন্নত করার সুযোগ পান। সভাটি আগামী ৬ ফেব্রুয়ারি শেষ হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গণস্বাক্ষরতা অভিযান,ভোলা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close