রংপুর ব্যুরো

  ০৪ ফেব্রুয়ারি, ২০২৫

পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী নুরুজ্জামান

ছবি : প্রতিদিনের সংবাদ

মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় ৫ দিন রিমান্ড শেষে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামানকে রংপুর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছে আদালত।

মঙ্গলবার (৪ফেব্রুয়ারি) বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৩ এর বিচারক দেবী রানী রায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামি পক্ষের আইনজীবি এডভোকেট সাহেদ কামাল ইবনে খতিব বলেন, আমরা আদালতে সাবেক মন্ত্রী নুরুজ্জামানের জামিন চেয়েছিলাম, আদালত জামিন মঞ্জুর না করে আদালতে পাঠিয়েছে।

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট-২ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। তিনি ২০১৫ সালে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও ২০১৯ সালে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পান। গত ৭ জানুয়ারি নির্বাচনে তিনি লালমনিরহাট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

উল্লেখ্য, রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার মুন্না হত্যা ও রাজধানীর যাত্রাবাড়ী থানার ২টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বৃহস্পতিবার রাতে মহানগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলিতে আপন ছোট ভাই ওহেদুজ্জামান কনকের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন ছাত্র হত্যার একাধিক মামলা রয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী,রংপুর,কারাগারে
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close