শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

  ০৪ ফেব্রুয়ারি, ২০২৫

শ্যামনগরে নৃ-গোষ্ঠীর ৭২ নারী খামারির মাঝে দানাদার খাদ্য বিতরণ

মঙ্গলবার শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী খামারিদের দানাদার খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে- ছবি : প্রতিদিনের সংবাদ

শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের আওতাধীন প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৭২ জন নারী খামারিকে দানাদার খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৪ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে এই খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জসিম শেখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা তোফাজ্জেল হোসেন, যুবনেতা ফিরোজ হোসেন বাবলু, বিএনপি নেতা মো. আশরাফ হোসেন, সাংবাদিক রাজু আহমেদ ও মোশাররফ হোসেন। প্রকল্পের ম্যানেজমেন্ট প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তারাপদ মুন্ডা।

এই কর্মসূচির আওতায় প্রত্যেক নারী খামারিকে ২ বস্তা করে মুরগির দানাদার খাদ্য প্রদান করা হয়।

এই সহায়তার মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীরা আরও স্বাবলম্বী হয়ে তাদের জীবনমানের উন্নয়ন ঘটাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শ্যামনগর,প্রাণিসম্পদ উন্নয়ন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close