সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
সোনাতলায় বাঙালি নদীতীরে মাঘী সপ্তমী মেলায় পুণ্যার্থীদের স্নান

মঙ্গলবার (৪ জানুয়ারি) বগুড়ার সোনাতলা উপজেলার আড়িয়ারঘাটে বাঙালি নদীতীরে মাঘী সপ্তমী মেলা অনুষ্ঠিত হয়েছে। মাঘ মাসের সপ্তম তিথিতে মেলাটি অনুষ্ঠিত হয় বলে এ মেলার নাম হয়েছে মাঘী সপ্তমী মেলা। তবে, স্থানীয়দের কাছে এ মেলা আড়িয়ারঘাট মেলা নামেই বেশি পরিচিত। কবে থেকে এ মেলার উৎপত্তি সে ব্যাপারে সঠিক কিছু জানা না গেলেও প্রাচীন লোকেদের মতে, এটি শতবর্ষী মেলা।
দূর-দূরান্ত থেকে সনাতনধর্মাবলম্বী পুণ্যলাভের আশায় পুণ্যার্থীরা মাঘী সপ্তমী মেলায় এসে মেলা সংলগ্ন বাঙালি নদীতে পুন্যস্নানে অংশগ্রহণ করে থাকেন।
প্রাচীন সনাতন ধর্মাবলম্বীদের মতে, মাঘী সপ্তমী মেলার দিন মেলা সংলগ্ন বাঙালি নদীতে স্নান করলে অশেষ পুণ্য লাভ করা যায়। মেলার দিন (মঙ্গলবার) খুব সকাল থেকেই দলে দলে সনাতনধর্মী নারী-পুরুষদের অটোরিকশা, ভ্যান ও পায়ে হেঁটে মেলায় আসতে দেখা গেছে। মেলায় এসে মাঘ মাসের তীব্র শীতকে উপেক্ষা করে তারা পুণ্যস্নানে অংশ নিয়েছেন। স্নানে অংশগ্রহণকারীরা পরে চিড়া-মুড়ি খেয়ে ভাবগাম্ভীর্যের সাথে ধর্মীয় আলোচনা করেছেন।
মেলার মূল উদ্দেশ্য পুন্যস্নান হলেও মেলায় মিষ্টান্ন, তৈজসপত্র, খেলনাসহ নানা পসরা নিয়ে হাজির হয়েছেন ব্যবসায়িরা। আর মেলা দর্শন করতে ও প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে মেলায় হাজির হয়েছেন স্থানীয় ও দূর-দূরান্তের হাজার-হাজার মানুষ। পুণ্যস্নানের এ মেলা যেমন আমাদের দেশীয় সংস্কৃতিকে উজ্জীবিত করে চলেছে তেমনি এ অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
পিডিএস/এমএইউ