নোয়াখালী প্রতিনিধি

  ০৪ ফেব্রুয়ারি, ২০২৫

গুম হওয়া ছাত্র শিবিরের দুই মেধাবী শিক্ষার্থীর সন্ধানে মানববন্ধন

ছবি : প্রতিদিনের সংবাদ

২০১২ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকার সাভার থেকে গুম হওয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের দু'জন মেধাবী শিক্ষার্থী ছাত্র শিবিরের সাবেক ইবি দায়িত্বশীল ওয়ালিউল্লাহ ও আল মুকাদ্দাসের সন্ধানে ছাত্রশিবির নোয়াখালী শহর শাখার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি দুপুরে নোয়াখালী প্রেসক্লাবসম্মুখ সড়কে এই মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এই সময় বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক এইচএম আবু মূসা, নোয়াখালী শহর সভাপতি হাবিবুর আরমান, ফেনী শহর সভাপতি ওমর ফারুক, লক্ষীপুর শহর সভাপতি ফরিদুদ্দিন, নোয়াখালী জেলা উত্তর সভাপতি- দাউদুল ইসলাম নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি আরিফুর ইসলাম।

গুম হওয়া দুই শিক্ষার্থীকে অবিলম্বে তাদের স্বজনের কাছে ফিরিয়ে দিতে তত্ত্বাবধায়ক সরকারের কাছে জোর দাবি জানান বক্তারা। তারা বলেন গুম হওয়া দুই শিক্ষার্থীর সকল তথ্য-উপাত্ত আমরা সরকারের কাছে আবেদনসহ জমা দিয়েছি। এখন সরকারের সদিচ্ছার উপর নির্ভর করছে আমাদের ভাইদের সন্ধান।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নোয়াখালী,ছাত্র শিবির,ওয়ালিউল্লাহ,আল মুকাদ্দাস
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close