ফেনী প্রতিনিধি

  ০৪ ফেব্রুয়ারি, ২০২৫

পূজা দেখে বাড়ি ফেরার পথে প্রাণ হারালেন তিন মোটরসাইকেল আরোহী

ছবি : প্রতিদিনের সংবাদ

ফেনীতে সরস্বতী পূজা দেখা ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সোমবার (০৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বেকের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নোয়াখালী জেলার চৌমুহনী উপজেলার কৃষ্ণ গোস্বামীর ছেলে সৌরভ গোস্বামী, কোম্পানিগঞ্জ উপজেলার কৃষ্ণ ঘোষের ছেলে অন্তর ঘোষ ও মনোরঞ্জনের ছেলে দেবু।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে নোয়াখালী থেকে সরস্বতীপূজা দেখতে মোটরসাইকেল যোগে তারা ফেনী আসেন। পূজা দেখা শেষে রাতে নোয়াখালীর বাড়িতে ফেরার পথে দাগনভূঞার বেকের বাজার এলাকায় দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা স’মিলের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে দুই আরোহী নিহত হন। স্থানীয় লোকজন গুরুতর আহত অপর আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুনুর রশিদ জানান, নিহত তিনজনের লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা চলমান।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফেনী,মহিপাল,হাইওয়ে থানা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close