বেনাপোল প্রতিনিধি

  ০৪ ফেব্রুয়ারি, ২০২৫

যশোরের শার্শা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ছবি : প্রতিদিনের সংবাদ

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যশোরের শার্শা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন আনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শার্শা উপজেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত সম্মেলনে তৃণমূলের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সম্মেলন উদ্বোধন করেন, যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত।

শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক খাইরুজ্জামান মধুর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক এবং সাংসদ মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান জহির, যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি নুরুজ্জামান লিটন, জেলা বিএনপি নেতা মিজানুর রহমান।

নেতৃবৃন্দরা বলেন, স্বৈরাচারমুক্ত বাংলাদেশে স্বাধীনভাবে রাজনীতি করার পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘ আন্দোলন, সংগ্রাম আর জেল-জুলুম সহ্য করে এখন দল পুনর্গঠনের সময়। শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।

সম্মেলন শেষে হাসান জহিরকে সভাপতি, নুরুজ্জামান লিটনকে সাধারন সম্পাদক ও আশরাফুল আলম বাবুকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট শার্শা উপজেলা বিএনপির কমিটির নাম ঘোষনা করা হয়।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শার্শা,যশোর,বেনাপোল
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close