ঢাকা (ঢাকা) প্রতিনিধি

  ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

ধামরাইয়ে ২ ইটভাটায় জরিমানা

ছবি : প্রতিদিনের সংবাদ

ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ দুটি ইটভাটাকে মোবাইল কোর্ট পরিচালনা করে ২২ লাখ টাকা জরিমানা করেছে। মোবাইল কোর্ট পরিচালানা করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মামনুন আহমেদ অনীক।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের ডেমরান এলাকায় অভিযান পরিচালনা করে দুটি ইটভাটাকে ২২ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশের ছাড়পত্র না থাকায় প্রিয়াঙ্কা ব্রিকসকে ১০ লাখ এবং জেলা প্রশাসকের লাইসেন্স না থাকায় মের্মাস ডিবিসি ব্রিকসকে ১২ লাখ টাকা জরিমানা করে।

উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের ছাড়পত্র না থাকায় এসব ইটভাটাকে দন্ড দেওয়া হয়।

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মামনুন আহমেদ অনীক বলেন, পরিবেশের ছাড়পত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রিয়াঙ্কা ব্রিকসকে ১০ লাখ এবং জেলা প্রশাসকের লাইসেন্স না থাকায় মের্মাস ডিবিসি ব্রিকসকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাকার ধামরাই,মোবাইল কোর্ট,জরিমানা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close