চূয়াডাঙ্গা প্রতিনিধি
চিকিৎসককে পেটানোর অভিযোগ
জীবননগরে যুবদল নেতা বহিষ্কার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জাহাঙ্গীর আলম বিশ্বাসকে হাসপাতাল চত্বরে মারধর করার ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা ইকতার রহমান ইকতাকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কর্তৃক প্রেস বিজ্ঞপ্তিতির মাধ্যমে তাকে বহিষ্কারাদেশ দেয়া হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে চুয়াডাঙ্গার জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ইকতার রহমান ইকতাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায় দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
যুবদলের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
উল্লেখ্য, গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চেম্বার শেষে হাসপাতাল কোয়ার্টারে ফিরছিলেন জাহাঙ্গীর আলম। রাত ১১টা ৩৭ মিনিটে হাসপাতাল চত্বরে পৌঁছালে মোটরসাইকেল থেকে নেমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেকিকেল অফিসার জাহাঙ্গীর আলম বিশ্বাসকে মারধর করে মারাত্মকভাবে জখম করে জীবননগর পৌর যুবদলের সদস্য ইকতার রহমান ইকতা ।
এদিকে মারধরের ঘটনায় চিকিৎসক জাহাঙ্গীর আলম সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জীবননগর থানায় অভিযুক্ত ইকতার বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন।
আর এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, সোমবার বেলা ১১ টার দিকে আমরা একটি লিখিত অভিযোগ পাই। আর এই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ইকতার বিরুদ্ধে চিকিৎসক জাহাঙ্গীর আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এছাড়াও জীবননগর থানা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে অভিযুক্ত ইকতাকে আটক করার জন্য অভিযান চলমান রয়েছে।