গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের একটি মার্কেটে সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকার আনোয়ারা বেগম সুপার মার্কেটে আগুন লাগে। মহূর্তেই আগুন পাশাপাশি থাকা দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ওই মার্কেটে গ্যাস সিলিন্ডার, গ্যাসের চুলা ও এ ধরণের চুলার বিভিন্ন মালামালের বিক্রির দোকান ছিল। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের জয়দেবপুর ও ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মার্কেটের চারটি দোকান ও মালামাল পুড়ে যায়।
এদিকে মার্কেটটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনের পাশে হওয়ায় আগুন লাগার পর ওই লেনে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এ সময় যানবাহনগুলো চৌরাস্তা-গাজীপুর সড়ক হয়ে বিকল্প পথে গন্তব্যে যেতে দেখা গেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন, বিকেল সাড়ে ৩টার দিকে টিনের ছাউনিযুক্ত আধাপাকা ওই মার্কেটটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে পৌণে দুই ঘন্টা চেষ্টা করে আগুন নেভায়। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে বলা যাবে। এখনো ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। অগ্নিকাণ্ডে কোন হতাহতের খবর পাওয়া যায় নি।