জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
জগন্নাথপুরে ব্যাপক উৎসাহের মধ্যে পালিত হচ্ছে সরস্বতী পূজা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ব্যাপক উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। সরস্বতী পূজা বাংলা মাস মাঘের শুক্লা পঞ্চমী তিথিতে হিন্দু ধর্মের অনুসারীরা দেবী সরস্বতীর পূজা উদযাপন করেন।
জগন্নাথপুর পৌর শহরে সবচেয়ে বড় পুজা মান্ডব আনন্দমহি পুজা মন্ডবে অঞ্জলী প্রদানের মাধ্যমে অনুষ্ঠিত হয় বিদ্যার দেবী সরস্বতী পূজা।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে বিভিন্ন মন্দির ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় উৎসব। এ উপলক্ষে সকালে জগন্নাথপুর উপজেলা ও পৌর শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ অস্থায়ী মন্ডপ স্থাপন করে বর্ণিল আয়োজনে চলছে সরস্বতী দেবী বন্দনা।
এবার আনন্দমহি সংগঠনের নানা আয়োজনে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে, মন্ডপে- মন্ডপে ঢাক ও বাদ্যের তালে এবং উলুধ্বনির সাথে শঙ্খধ্বনি মিলে ধর্মীয় আবহ তৈরী করে। শ্রদ্ধাঞ্জলি, যজ্ঞ, ভক্তিগীতি আর আরতির মধ্যদিয়ে মাঘী শুক্লপঞ্চমীর পূণ্যতিথিতে পালিত হচ্ছে দিনটি।