সাটু‌রিয়া (মা‌নিকগঞ্জ) প্রতিনিধি

  ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

সাটু‌রিয়ায় দুই ইটভাটা‌কে জ‌রিমানা

ছবি : প্রতিদিনের সংবাদ

মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়া উপ‌জেলায় অ‌বৈধ দু‌টি ইটভাটায় অ‌ভিযান চা‌লি‌য়ে ১ লাখ ৪০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে‌ছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে পরিবেশ অধিদপ্তর, মানিকগঞ্জ ও উপজেলা প্রশাসন, সাটুরিয়া এর যৌথ উদ্যোগে অভিযান চা‌লি‌য়ে উপ‌জেলার ২টি ইটভাটাকে জরিমানা করা হয়।

সাটু‌রিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন ভ্রাম্যমান আদালত প‌রিচালনা ক‌রে উপ‌জেলার কান্দাপাড়া এলাকার যমুনা ব্রিকস কে ৭০ হাজার ও গোলড়া এলাকার ফৌ‌জিয়া ব্রিকস‌কে ৭০ হাজার ক‌রে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জ‌রিমানা ক‌রেন। এ সময় পরিবেশ অধিদপ্তর, মানিকগঞ্জ উপপরিচালক মো: ইউসুফ আলী উপ‌স্থিত ছি‌লেন।

সাটু‌রিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন ব‌লেন, ভ্রাম্যমান আদালত প‌রিচালনা ক‌রে যমুনা ব্রিকসকে ৭০ হাজার ও ফৌ‌জিয়া ব্রিকস‌কে ৭০ হাজার ক‌রে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জ‌রিমানা ধার্য্য ও আদায় করা হয়। অবৈধ ইটভাটার বিরু‌দ্ধে ভ্রাম্যমান আদালতের অ‌ভিযান চলমান থাকবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়া,ইটভাটায় অ‌ভিযান,জরিমানা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close