ডিআইইউ প্রতিনিধি
ডিআইইউতে সরস্বতী পূজা উদযাপন

বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন ভবনে পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু করা হয়।
এইসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়টির উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. গণেশ চন্দ্র শাহা, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও হিন্দুধর্মের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন কমিটির সভাপতি সৌরভ দেব বসু বলেন, বিদ্যাদেবী মা সরস্বতী পূজার প্রধান দায়িত্ব পেয়ে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। আমরা সকলেই আশা করছি মা আমাদের জ্ঞানকে আরো বৃদ্ধি করে দিবে এবং আমাদের হৃদয়ের সকল চাওয়া পাওয়া পূর্ণ করবে। এ সময় তিনি ধর্মীয় উৎসবের আয়োজনে সহযোগিতা করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
পরে দুপুরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সন্ধ্যায় আরতির মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়।
পিডিএস/এমএইউ