সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডারের ইন্তেকাল

৭১’এর বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিরাজগঞ্জ জেলা কমান্ডের সাবেক কমান্ডার, মহান স্বাধীনতা সংগ্রামের শুরুতেই কামারখন্দ উপজেলার মধ্যভদ্রঘাট কালীবাড়িতে প্রায়াত এমপি মরহুম আব্দুল লতিফ মির্জার নেতৃত্বে গড়ে ওঠা মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ ক্যাম্প ‘‘পলাশ ডাঙ্গা যুবশিবির” এর কমান্ডার ইনচিফ (সিএনসি), গাজী সোহরাব আলী সরকার (সিএনসি) মৃত্যু বরণ করেন। (ইন্না লিল্লাহি......... রাজিউন)।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় শহরের বেসরকারি আভিসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর।
এই বীর মুক্তিযোদ্ধাকে সোমবার বাদ আছর কান্দাপাড়া কবরস্থান সংলগ্ন মসজিদ প্রাঙ্গনে রাষ্ট্রিয় মর্যাদা প্রদান ও জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এই বীর মুক্তিযোদ্ধা সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়ার মধ্যপাড়া গ্রামের মৃত রজব আলী সরকার ও মৃত ছালেহা বেগমের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন এর নেতৃত্বে রাষ্ট্রিয় মর্যাদা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক গাজী ফজলুর রহমান খান, গাজী শাহাদত হোসেন ফিরোজী, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম চৌধুরী জগলু, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. সুকুমার চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিঃ আব্দুল মান্নান, তোফাজ্জল হোসেন।
এছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আগত মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ সহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মরহুমের স্বজন এবং স্থানীয় জনগণের একাংশ।