বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

  ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্রাক, চালক ও সহকারী নিহত

ছবি : প্রতিদিনের সংবাদ

দিনাজপুরের বিরামপুরে রেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী একতা এক্সপ্রেসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে পাথর বোঝাই একটি ট্রাক। এ সময় নিহত হয়েছেন ট্রাকের চালক ও সহকারী।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত একটার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন বিরামপুর থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় বিরামপুর-ঘোড়াঘাট রেল ক্রসিং পার হতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চালক মাহাবুব হোসেন (৩১) ও সহকারী আরিফুল ইসলাম পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভোজনপুর এলাকার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১টায় পঞ্চগড় থেকে পাথর বোঝাই একটি ট্রাক ঢাকায় যাবার পথে বিরামপুর রেলক্রসিং পার হওয়ার সময় গেইটম্যান রেলক্রসিং এর বেরিয়ার না ফেলায় ঢাকাগামী একতা এক্সপ্রেসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই মারা যান চালক, আহত অবস্থায় সহকারীকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল চিকিৎসার নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

অন্যদিকে দুর্ঘটনার কারণে সড়কপথে যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে রাস্তার দুই পাশে ৫ থেকে ৭ কিলোমিটার যানযটের সৃষ্টি হয়। দুর্ঘটনার পর থেকে তিন গেটম্যানই পলাতক রয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দুর্ঘটনার কারণে রাতে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ভোর থেকে স্বাভাবিক রয়েছে। তবে রাস্তার ওপর ট্রাকটি পড়ে থাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এ কারণে দিনাজপুর-ঢাকা রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পাথরসহ ট্রাকটি রাস্তা থেকে সরানো হয়েছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চালক,রেল ক্রসিং,ট্রেনের ধাক্কা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close