কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
কাউখালীতে স্কুল ছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

পিরোজপুরে কাউখালীতে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে আমিনুল ইসলাম রানা ওরফে জগৎ রানা (৪৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আমিনুল ইসলাম ওরফে জগৎ রানা পিরোজপুরের কাউখালী উপজেলার দাশেরকাঠি গ্রামের মৃত আব্দুল হামিদ মৃধা ছেলে।
রবিবার (২ ফেব্রুয়ারি) পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. আসাদুল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এমডি নরুল ইসলাম সরদার শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার কাউখালী উপজেলার দাশেরকাঠি গ্রামের কাউখালী সরকারি এসবি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্যক্ত করতো।
গত ২০২০ সালের ১০ এপ্রিল সকাল ৮টার দিকে স্কুল ছাত্রীকে বাসায় রেখে তার মা বোনের বাসায় যান। ওই দিন বেলা ১১টার দিকে ভুক্তভোগী ওই ছাত্রী তার খালা ছবির বাড়িতে যায়। দুপুর দেড়টার দিকে ভিকটিম আসামির বাড়ির সামনে দিয়ে একা বাড়ি ফেরার পথে আসামি রানা তার পথ রোধ করে জোরপূর্বক তাকে ধরে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি ভিকটিম তার পরিবারকে জানালে তার মা বাদী হয়ে ওই দিন রাতে কাউখালী থানায় রানাকে আসামি করে ধর্ষণের অভিযোগে মামলা দেন। এ ঘটনায় ২০২০ সালের ২৬ আগস্ট কাউখালী থানা পুলিশের উপপরিদর্শক (এস আই) মো. মুজিবুর রহমান আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। আদালতে ১২ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ শেষে আসামি দোষী সাব্যস্ত হলে আদালত এই রায় দেন।
পিডিএস/এমএইউ