খাগড়াছড়ি প্রতিনিধি

  ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

খাগড়াছড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

ছবি : প্রতিদিনের সংবাদ

দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, স্লোগানে প্রকম্পিত খাগড়াছড়ির রাজপথ। খাগড়াছড়িতে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সকল গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে মশাল মিছিল করেছে জেলা'র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

রবিবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা সদরের চেঙ্গি স্কয়ার থেকে এ মশাল মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্তরস্থ মুক্তমঞ্চে এসে শেষ হয়, পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ মিছিলে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। গোলামী না আজাদী, আজাদী আজাদী। হইহই রইরই, খুনি হাসিনা গেলি কই। দড়ি লাগলে দড়ি নে, হাসিনা রে ফাঁসি দে। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে। আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। পুলিশ তুমি কি কর, স্বৈরাচারের দালালি কর। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ" এইসব স্লোগানে প্রকম্পিত ছিল এই মশাল মিছিল।

সমাবেশে ছাত্র প্রতিনিধিরা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সকল গুম, খুন,দুর্নীতিসহ রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতরা এখনো জেলার বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ প্রশাসনকে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান ছাত্র প্রতিনিধিরা।

এ মশাল মিছিলে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিনিধি অপূর্ব ত্রিপুরা,খাগড়াছড়ি জেলা বৈষম্যবিরোধীর ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিনিধি মো. জাহিদ হাসান,আদনান আমিন বাবু,আল আমিন,অপূর্ব ত্রিপুরা ও বাকিব মনি ইফতিসহ আরও অনেকে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
খাগড়াছড়ি,মশাল মিছিল,ছাত্র আন্দোলন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close