চাঁদপুর প্রতিনিধি

  ০২ ফেব্রুয়ারি, ২০২৫

চাঁদপুর জেলা আ. লীগের যুগ্ম সম্পাদক জহির গ্রেপ্তার

নাশকতার মামলায় রবিবার চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে

নাশকতার মামলায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকা থেকে তাকে সদর মডেল থানা গ্রেপ্তার করেন।

এর আগে শনিবার (১ ফেব্রুযারি) চাঁদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের নিজস্ব ভবনে নির্বাচনী সাধারণ সভায় জুলাই বিপ্লবের শহীদদের কথা স্মরণ করায় অ্যাডভোকেট জহিরুল ইসলামের দ্বারা লাঞ্ছনার শিকার হন চাঁদপুর জেলা সমবায় উপ-সহকারী নিবন্ধক মোহাম্মদ বিল্লাল হোসেন। ওই সময় জহির পুরো সভায় বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং সমবায় কর্মকর্তার দিকে তেড়ে আসেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়ে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে নাশকতা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিটা যাচাই-বাছাই শেষে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে ছাত্র-জনতার ওপর হামলা ও মারধরের ঘটনায় সদর মডেল থানায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলামের নামেও মামলা রয়েছে।

এছাড়া তার স্ত্রী কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য ও ফরিদগঞ্জ গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহিন সুলতানা ফেন্সি (৫৫) হত্যার ঘটনায় প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার হয়ে কারাভোগ করেন আওয়ামী লীগের এ নেতা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চাঁদপুর,জহিরুল ইসলামকে গ্রেপ্তার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close