রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

  ০২ ফেব্রুয়ারি, ২০২৫

ঝালকাঠির রাজাপুর 

ফের দুর্বৃত্তের কবলে সুপ্তি জুয়েলার্সের মালিক 

ছবি : প্রতিদিনের সংবাদ

ঝালকাঠির রাজাপুর উপজেলা শহরে আবারো দুর্বৃত্তের কবলে সুপ্তি জুয়েলার্সের মালিক গোপাল কর্মকার। দুর্বৃত্তরা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গোপালের মোটর সাইকেলে।

গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) আনুমানিক রাত সাড়ে ৮ টার দিকে বাজারের দক্ষিণ মাথা এলাকার কামার পট্টিতে ঘটনা ঘটেছে। তার সঙ্গে থাকা ভাইজি জামাই রতন কর্মকারের হাতে দায়ের কোপ লেগে গুরুতর জখম হয় এবং শরীরের বিভিন্ন স্থানে দায়ের কোপের চিহ্ন রয়েছে।

ভুক্তভোগী গোপাল কর্মকার জানান, রাত সাড়ে ৮টার দিকে দোকান বন্ধ করে প্রতিদিনের মতো টাকা ও গহনাসহ প্রয়োজনীয় মালপত্র নিয়ে মোটরসাইকেল যোগে রতন নামে এক আত্মীয়কে নিয়ে দুজনে মিলে বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে সদরের বাজারের দক্ষিণ মাথা এলাকার কামার পট্টিতে এলে হেলমেট ও কালো জ্যাকেট পরিহিত কয়েক যুবক রাস্তার মধ্যে একটি মোটরসাইকেল থামিয়ে রেখে তার গতি রোধ করে পেপারে মোড়ানো ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাতে তারা মোটরসাইকেল থেকে পড়ে যায় এবং আঘাতপ্রাপ্ত হয়ে জখম হন।

আশপাশের লোকজন তাদের ডাক-চিৎকার শুনে এগিয়ে আসা শুরু করলে দুর্বৃত্তরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তার সাথে থাকা দুটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। কিন্তু দ্রুত লোকজন এগিয়ে আসায় পকেটে থাকা টাকা ও সোনাভর্তি ব্যাগ নিতে পারেনি। পাশের একটি ভবনের ছাদ থেকে পরিস্থিতি দেখে পাখি নামে এক ব্যক্তি দুর্বৃত্তদের লক্ষ করে একটি ফুলের টব ছুড়ে মারলে দুর্বৃত্তরা দুটি মোটরসাইকেলে করে দুদিকে পালিয়ে যায়।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের উপজেলা শাখার সভাপতি সঞ্জয় কর্মকার জানান, গোপালের উপরে এর আগেও একবার আক্রমণ হয়েছিল। গত সন্ধ্যা রাতে শহরের মধ্যে এমন ঘটনায় উপজেলার সোনা ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গুলিবর্ষণকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, ঘটনাস্থলে রাতেই পুলিশ পরিদর্শন করে দ্রুতগতিতে মোটরসাইকেল যাওয়ার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি কার্যক্রম জোরদার করা হচ্ছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঝালকাঠির রাজাপুর,দুর্বৃত্তের কবলে,গোপাল কর্মকার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close