সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
সোনাগাজীতে কাভার্ড ভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

ফেনীর সোনাগাজীতে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিজাম উদ্দিন (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের পুরাতন রাস্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিজাম উদ্দিন সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। এ ঘটনায় আহতরা হলেন নিহত নিজাম উদ্দিনের স্ত্রী দিলারা বেগম, মেয়ে নিঝুম, ছেলে আবির ও অটোরিকশা চালক।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানান, কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী নিজাম উদ্দিন মারা যান। এ সময় আরও চার জন গুরুতর আহত হন। আহতদের পুলিশ ও স্থানীয়রা ফেনী সদর হাসপাতালে পাঠিয়েছেন।
ফেনী সদর হাসপাতালের আরএমও আসিফ ইকবাল জানান, নিহতের লাশ মর্গে রয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েজিদ আকন জানান, ঘটনাস্থল থেকে কাভার্ড ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।