বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি, ২০২৫
বড়াইগ্রামে বসতবাড়িতে আগুন

ছবি : প্রতিদিনের সংবাদ
নাটোরের বড়াইগ্রামে এক কৃষকের বসতবাড়িতে আগুন লেগে সব পুড়ে গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ছাতিয়ানগাছা গ্রামের কৃষক কফিল উদ্দিনের বাড়িতে এই অগ্নিকান্ড ঘটে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে তা বসতবাড়ির ৪টি কক্ষে ছড়িয়ে পড়ে এবং মুহুর্তেই সব পুড়ে যায়। অগ্নিকান্ডে ক্ষতির পরিমাণ ২০ লক্ষাধিক বলে জানিয়েছেন গৃহকর্তা কফিল উদ্দিন। বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরামুল হাসান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তার আগেই সব পুড়ে ছাই হয়ে গেছে।
এদিকে শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষনিক ভাবে কয়েক ধরণের সহায়তা প্রদান করেন।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন