বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বাঁশখালীতে নির্মাণ শ্রমিক দলের সভা

চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক-কৃষক সমাবেশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার রাতে খানখানাবাদ প্রেমাশিয়া বাজার মাঠে নির্মাণ শ্রমিক দল উপজেলা শাখার আয়োজনে এ পরিচিত সভা ও শ্রমিক-কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন, শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ.এম নাজিম উদ্দীন। প্রধান বক্তা ছিলেন, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর।
উপজেলা নির্মাণ শ্রমিক দলের সভাপতি আব্দুস সত্তার চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার ফারুক। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জালাল উদ্দিনের সঞ্চালনায়, বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুর উল্লাহ বাহার, জেলা নির্মাণ শ্রমিক দলের সভাপতি আবদুল মান্নান বেপারি, জেলা নির্মাণ শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ ফরিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত পি.পি এড. তৌহিদুল আলম মাসুদ, মাওলানা আব্দুল মান্নান, গিয়াস কামাল চৌধুরী, মাস্টার লোকমান হাকিম,এড. আজিজুল হক, আব্দুল মান্নান, নুরুল হক সওদাগর, শরীফুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলেরই অংশ। নির্মাণ শ্রমিক দলের নেতাকর্মীরা সব সময় ঐক্যবদ্ধ ভাবে দলের জন্য কাজ করে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান যখনই আন্দোলনের ডাক দিয়েছে তখনই শ্রমিকরা মৃত্যু ভয় উপেক্ষা করে আন্দোলন করেছে। এদেশে শুধুমাত্র বিএনপিই শ্রমিকদের মূল্যয়ন করে। তাই সবাই এক হয়ে দলকে ভালোবেসে শ্রমিকদের স্বার্থ আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।'