ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
ধামইরহাটে অতি দরিদ্রদের ওয়ার্ল্ড ভিশনের অর্থ সহায়তা প্রদান

নওগাঁর ধামইরহাটে ৩শ’ ২৩জন অতি দরিদ্র পরিবারের মাঝে শর্তসাপেক্ষে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়রি) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এ সময় ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এমপির ভারপ্রাপ্ত ম্যানেজার ডেনিশ তপ্নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রত্যেক দরিদ্র পরিবারে ১৮ হাজার টাকা করে ৩শ’ ২৩ জনের মাঝে মোবাইল একাউন্ট এর মাধ্যমে সর্ব্বোমোট ৫৮ লাখ ১৪ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।
এ সময় ধামইরহাট প্রেসক্লাবের সদস্য সচিব প্রভাষক আব্দুর রাজ্জাক রাজু, যুগ্ম আহ্বায়ক মাসুদ সরকার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু মুছা স্বপন, মডেল প্রেসক্লাব সভাপতি অরিন্দম মাহমুদ, সাংবাদিক রেজুয়ান আলম, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার প্রমুখ উপস্থিত ছিলেন। সবশেষে ৩৪১৫জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।