সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে বিনামূল্যে নারীদের ব্রেস্ট ও পাইলসের চিকিৎসা

সিরাজগঞ্জের সুবিধা বঞ্চিত নারীদের বিনামূল্যে ব্রেস্ট ও পাইলসের চিকিৎসা সেবা দিলো আমেনা শেখ সমাজ কল্যাণ সংস্থা। এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ঢাকা'র অভিজ্ঞ দশ নারী চিকিৎসকদের মাধ্যমে প্রায় আড়াই শতাধিক নারীদের চিকিৎসা সেবা দেওয়া হয়।
আমেনা শেখ সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে, শুক্রবার দিনব্যাপী সিরাজগঞ্জ পৌরএলাকার মাছুমপুর উকিল পাড়ায় অবস্থিত আমেনা শেখ সমাজ কল্যাণ সংস্থা'র কার্যালয় প্রাঙ্গণে উক্ত সংগঠনের সভাপতি মিসেস লুৎফননেছা এর সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিকভাবে দায়িত্বে ছিলেন এবং পরিচালনা করেন এবং স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক সেলিনা সিদ্দিকা এ্যানা।
এসময়ে অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমেনা শেখ সমাজ কল্যাণ সংস্থা'র পরিচালনা পর্ষদের সদস্য, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ঢাকা'র সাবেক জেনারেল ম্যানেজার আফরোজা নাসরিন চৌধুরী, ঢাকা বাংলা কলেজে'র সাবেক অধ্যক্ষ প্রফেসর ড.ফেরদৌসী খান, ওলেভেলএবং এলেভেল এর প্রাক্তন ইংরেজি শিক্ষক শারমিন হক প্রমুখ।
আমেনা শেখ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সেলিনা সিদ্দিকা এ্যানা এ সময়ে তিনি বলেন, আমেনা শেখ সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিভিন্ন সামাজিক ও অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছি। যার অংশ হিসেবে আজকের এই বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। নারীদের স্তন ব্যথা, চাকা,ঘা,বোটা হতে রক্ত বা পুঁজ -পানিপরা, চুলকানি,বগলে চাকা,স্তনের আকার পরিবর্তন ইত্যাদি বিষয়ে চিকিৎসা দেন, ঢাকা পিজি হাসপাতালের এম.বি.বি.এস,বিসিএস (স্বাস্থ্য), অফ.সি.পি.এস (সার্জারী) ডাঃ সানজানা শারমিন শশী, এম.বি.বি.এস.,এফ.সি.পি.এস (সার্জারী) এফ.সি.পি.এস কলোরেক্টাল (সার্জারী) সহকারী অধ্যাপক ডাঃ তাসমিনা হোসেন সহ বিভিন্ন বিভাগের চিকিৎসকবৃন্দ।
পিডিএস/এমএইউ