পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর কমিটিতে পুঠিয়ার শাফিন

রাজশাহী মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠন করা হয়
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজে কমিটি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কোটা সংস্কার আন্দোলন সহ সরকার পতনের একদফা আন্দোলনে পুঠিয়া উপজেলা হতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভুমি রাখেন ছাত্র-জনতা। এদের মধ্যে রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠাল বাড়িয়া পশ্চিম পাড়ার বাবুল আক্তারের ছোট ছেলে শাফিন আখতার (শাফিন) এর ভুমিকা ছিল অপরিসীম। যার পরিপ্রেক্ষিতে মো: শাফিন আখতার (শাফিন)-কে রাজশাহী জেলা বৈষ্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন সদস্য সচিব হিসেবে কমিটিতে নিয়োগ দেয়া হয়েছে। এতে করে পুঠিয়া উপজেলায় সাধারণ মানুষের মাঝে আনান্দ উদ্দীপনা
দেখা দেয়। আজ শুক্রবার (৩১-০১-২৫) এলাকাবাসীর বিকেল ৪ টার সময় পুঠিয়া কাঁঠাল বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সংবর্ধনা প্রদান করেন এ সময় উপজেলার সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
কমিটির অন্য সদস্যদের মধ্যে ৯ জনকে যুগ্ম আহ্বায়ক, ১০ জনকে যুগ্ম সদস্য সচিব, ৭ জনকে সংগঠক এবং ৮৩ জনকে সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
পিডিএস/এমএইউ