সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

  ০১ ফেব্রুয়ারি, ২০২৫

সিংগাইরে ভোটার হালনাগাদ শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত

ছবি : প্রতিদিনের সংবাদ

বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইরে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বিআরডিবি হলরুমে নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচন অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক তথ্য নিয়ে নির্ভুলভাবে ভোটার হালনাগাদ ও জনগণকে সচেতন করার প্রতি সবাইকে মনোযোগী হতে হবে।

এ সময় অন্যন্যদের মধ্যে বক্তব্যে রাখেন, সিংগাইর সদর ইউপি চেয়ারম্যান মো. জাহিনুর রহমান সৌরভ, উপজেলা শিক্ষা অফিসার সুলতানা আছমা খান, জয়মন্টপ ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুজ্জামান, সিংগাইর সদর ইউপি প্রশাসনিক কর্মকর্তা রেশমা আক্তার, সায়েস্তা ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. মঞ্জুরুল হক ভূইয়া, সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মো. রকিবুল হাসান বিশ্বাস প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা শেখ রেজাউল করিম, উপজেলা সমবায় অফিসার মো. জহিরুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার আব্দুল ছালেক, প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা জোবায়দা গুলশান আরা, সহকারী নির্বাচন অফিসার মো. রবিউল ইসলাম, বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসানুল হক উদয়, বাংলাদেশ জামায়াতে ইসলামি সিংগাইর শাখার সহ-সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিংগাইর,জামায়াতে ইসলামী,ভোটার হালনাগাদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close