reporterঅনলাইন ডেস্ক
  ৩১ জানুয়ারি, ২০২৫

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

পদ্মায় ঘন কুয়াশার কারণে সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে নদীতে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এরপর নৌপথ পারাপারে অপেক্ষমাণ যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার শুরু হয়েছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

শুক্রবার সকাল ৭টায় বিআইডব্লিউটিসির বাণিজ্য শাখার এজিএম মো. সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার মধ্যরাত সাড়ে ৩টার দিকে ঘন কুয়াশার কারণে নৌপথে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close