গাজীপুর প্রতিনিধি

  ৩০ জানুয়ারি, ২০২৫

গাজীপুরে সাড়ে ৪ ঘন্টা পর নিভল কারখানার আগুন

বৃহস্পতিবার  গাজীপুরে গিভেন্সী গ্রুপের জাহিন রিসাইক্লিং প্লান্ট কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।  ছবি: প্রতিদিনের সংবাদ

গাজীপুরে গিভেন্সী গ্রুপের জাহিন রিসাইক্লিং প্লান্ট কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা প্রায় সাড়ে ৪ ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার মনিপুর এলাকার ওই কারখানায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার মনিপুর এলাকার জাহিন রিসাইক্লিং প্লাান্ট কারখানায় তুলা থেকে সুতা তৈরী করা হয়। বৃহস্পতিবার দুপুর সোয় একটার দিকে টিনসেডের ওই কারখানার রোটর মেশিনের স্ফুলিঙ্গ থেকে হঠাৎ আগুনের সূত্রাপাত হয়। আগুন তুলার ডাস্টের সংস্পর্শে এসে মুহুর্তেই ছড়িয়ে পড়ে। কারখানার শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, দুপুর দেড়টার দিকে অগ্নিকান্ডের খবর পেয়ে রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকলে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের আরো ৩টি ইউনিট পর্যায়ক্রমে গিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘন্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৩ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বিকেল পৌণে ৬টা দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে সুতা, তুলা ও মেশিনপত্রসহ বিভিন্ন মালামাল পুড়েছে। তবে তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যাবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রিসাইক্লিং প্লান্ট কারখানায় অগ্নিকান্ড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close