আমতলী (বরগুনা) প্রতিনিধি

  ৩০ জানুয়ারি, ২০২৫

আমতলী সরকারি এ. কে মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্ভোধন 

ছবি: প্রতিদিনের সংবাদ।

বরগুনার আমতলী সরকারি আরমান খোরশেদ মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৯২তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্ভোধন করা হয়েছে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বজলুর রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অলি আহাদ, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মামুন (ভিপি মামুন), সদস্য সচিব মো. তুহিন মৃধা, পৌর বিএনপি আহ্বায়ক মো. কবির উদ্দিন ফকির, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল খালেক, মোসলেম উদ্দিন মিয়া, সিনিয়র সাংবাদিক মো. হায়াতুজ্জামান মিরাজ, উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক গাজী বায়জিদ, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান, পৌর জামায়াত সভাপতি গাজী মোহাম্মদ আবুল হোসাইন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো.তরিকুল ইসলাম টারজান, ইলিয়াস খান, আবুল বাশার তালুকদার, মাহাবুব আলম রিপন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও সদস্য সচিব মো. রেজাউল করিম, যুবদল নেতা আবু সাঈদ জুবেরী, মেহেদী জামান রাকিব ও ছাত্রদল যুগ্ম সাধারন সম্পাদক মো. ইমরান খান প্রমুখ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বরগুনার আমতলী,বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close