ফেনী প্রতিনিধি

  ৩০ জানুয়ারি, ২০২৫

ফেনীতে ফসলি জমির মাটি কাটার অপরাধে দুটি ইটভাটাকে জরিমানা 

ছবি: প্রতিদিনের সংবাদ।

ফেনীতে ফসলি জমির মাটি কাটার অপরাধে দুটি ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে ফেনী সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সজিব তালুকদারের নেতৃত্বে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দুপুরে ফেনী সদর উপজেলার পাঁছগাছিয়া ইউনিয়নে কাশিমপুরে মদিনা ব্রিকস ও মাথিয়ারায় সোনালী ব্রিকসে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ লংঘন করে ফসলি জমি থেকে মাটিকাটার অপরাধে মদিনা ব্রিকস ও সোনালী ব্রিকসকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। সহকারি কমিশনার (ভূমি) সজিব তালুকদার জানান, দুই ইটভাটা আইন লংঘন করার অপরাধের ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ফসলি জমির টপ সয়েল রক্ষায় জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফেনী,মাটি কাটার অপরাধ,জরিমানা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close