ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ৩০ জানুয়ারি, ২০২৫

ভূরুঙ্গামারীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ছবি : প্রতিদিনের সংবাদ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে লাগা এ আগুনে বাসের প্রায় সব কটি আসন পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে আহসান এন্টারপ্রাইজ এর একটি বাস ভূরুঙ্গামারী বাস স্ট‍্যান্ডে তাদের সিটের খুটি ভেঙ্গে যাওয়ায় মিস্ত্রি দীয়ে ঝালায়ের কাজ করতেছিলো। এক পর্যায় বেলা পৌনে ১২ টার দিকে হঠাৎ দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন লাগে। দ্রুত আশপাশে থাকা লোকজন সেখানে ছুটে যান। তাঁদের কাছ থেকে খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে ততক্ষণে আগুনে বাসের বেশির ভাগ আসনই পুড়ে ছাই হয়ে যায়।

আহসান এন্টারপ্রাইজ এর ভূরুঙ্গামারী বাস কাউন্টারের ম‍্যানেজার নুর আলম জানান, বাসটির সিটের খুটি ভেঙ্গে গেছে। সেটা মিস্ত্রি দিয়ে ঝালাই (ওয়েল্ডিং) করছে। সেই ঝালাইয়ের আগুনের ফুলকি হয়তো বাসের সিটে পড়েছে। সেটা আসতে আসতে আগুনে রুপান্তরিত হয়ে বাসে আগুন লেগছে। এতে বাসটির সব কয়টা সিট পুড়ে গেছে।

নাগেশ্বরী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের কন্ট্রাকটরসহ অন‍্য মিস্ত্রি ওয়েললীং এর কাজ করতে ছিল এসময় সিটে আগুন লাগে। এতে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। আর ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। এটা নাশকতার মতো কিছু নয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভূরুঙ্গামারী,কুড়িগ্রাম
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close