সিরাজগঞ্জ প্রতিনিধি

  ৩০ জানুয়ারি, ২০২৫

সিরাজগঞ্জ হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ছবি : প্রতিদিনের সংবাদ

‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল’ এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও গীতা পাঠের পর জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন উড্ডয়ন, কপোত মুক্তি এবং শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করার পর মশাল পরিক্রমার মাধ্যমে অনুষ্ঠানে শুভসূচনা করা হয়।

বুধবার (২৯ জানুয়ারি) হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন, জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. বরমান হোসেন। স্বাগত বক্তব্য রাখেন হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহেল অফি।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জনের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা চালিয়ে যেতে হবে এবং দেশ ও জাতির উন্নয়নে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এই শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে আমি জেনেছি যে, এই স্কুলের শিক্ষার্থীরা পড়াশোনা করে সুনাম অর্জন করেছে।

এরপর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসকের কার্যালয়ের (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার। জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আফসার আলী প্রমুখ।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়,সিরাজগঞ্জ,ক্রীড়া প্রতিযোগিতা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close