reporterঅনলাইন ডেস্ক
  ৩০ জানুয়ারি, ২০২৫

মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়ের জনজীবন

ফাইল ছবি

ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জনপদ পঞ্চগড়। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। ফলে প্রতিদিনই বাড়ছে শীতের প্রকোপ। হিমেল বাতাসের সঙ্গে রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকে পুরো এলাকা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে জেলায় তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রির ঘরে।

সকাল ছয়টায় তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিস ৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ। বাতাসের গতি ছিল ৮-৯ কিলোমিটার।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তর- পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে তীব্র ঠান্ডা অনুভুত হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ছয়টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ। বাতাসের গতি ছিল ৮-৯ কিলোমিটার। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। ফলে মৃদু শৈত্যপ্রবাহ বইছে এ জেলায়। সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।

গত কয়েকদিন ধরে হঠাৎ শীতের তীব্রতা বেড়ে যাওয়ার কষ্টে দিন কাটাচ্ছেন নিম্নআয়ের মানুষরা। সারাদিন ঠাণ্ডা আবহাওয়া আর শেষ বিকেলে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পায়।

শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় থাকছেই। হাসপাতালে প্রতিদিন রোগীরা চিকিৎসা নিচ্ছেন। তাদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শৈত্যপ্রবাহ,শীতের তীব্রতা,শীতজনিত রোগী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close