গাজী শাহাদত হোসেন ফিরোজী, সিরাজগঞ্জ

  ২৫ জানুয়ারি, ২০২৫

দীর্ঘ ৯ বছরেও স্থায়ী ক্যাম্পাস না হওয়ায় বিপাকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ছবি : প্রতিদিনের সংবাদ

দীর্ঘ ৯ বছরেও সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মিত না হওয়ায় বিপাকে পরেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থী কর্মচারী কর্মকর্তাগণ। স্থায়ী ক্যাম্পাস নির্মাণ দাবিতে ইতিমধ্যেই শিক্ষার্থীরা উপাচার্যের কাছে স্মারকলিপি দেয়াসহ আন্দেলনে নেমেছে । উল্লেখ যে , ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভাড়া করা ভবনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। ২০১৭-১৮ শিক্ষাবছরে ৩৯৬ শিক্ষার্থী নিয়ে শুরু হয় বরীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ১ হাজার ২০০ জন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জাকারিয়া, তৃতীয় বর্ষের ছাত্র রায়হান উদ্দিন, বাংলা বিভাগের প্রথম সেমিস্টারের মিরাজ, দ্বিতীয় বর্ষের ছাত্র আম্বারসহ শিক্ষার্থীরা বলেন, ২০১৬ সালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হয়নি। ভাড়া ভবনে ক্যাম্পাস চলছে। পর্যাপ্ত ভবন না থাকায় ডিপার্টমেন্টের সংকট রয়েছে। এর আগেও আন্দোলন করেছি। আমরা প্রশাসনকে বলেছি ক্যাম্পাস করার জন্য। তারা শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছে, কিন্তু বাস্তবায়ন হয়নি।

সংগীত দ্বিতীয় বর্ষের ছাত্র আব্দুল মমিন বলেন, দাবি আদায়ের লক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মতরাজপথে অবস্থান করেছে এবং রাজপথ অবরোধ করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা রাজপথে থাকবে। অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা এবং সব একাডেমিক বিল্ডিং তালা লাগিয়ে দিয়েছে।

তিনি আরো জানান, দাবি মানা না হলে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত চলমান থাকবে। পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে । তিনি জানান তাদের এই যৌক্তিক দাবির সাথে সংহতি প্রকাশ করে ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচি পালন করছে । তিনি আরও বলেন, ২৮ জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে যদি আমাদের দাবি মানা না হয় । তাহলে আমরা সিরাজগঞ্জ রোর্ড (হাটিকুমরুল গোলচত্বর) অবরোধ করব। এবং উত্তরবঙ্গের সাথে রাজধানীর সাথে যোগাযোগ বন্ধ করে দেব।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হাসান তালুকদার জানান, শিক্ষার্থীদের আন্দোলন অযৌতিক নয়। তিনি শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সহমত ব্যক্ত করে বলেন, সংশোধিত আকারে ডিপিপি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। আগামী ২৮ জানুয়ারি মন্ত্রণালয়ের সভায় আর্থিক বরাদ্দ অনুমোদনের সম্ভবনা রয়েছে। বরাদ্দ পেলেই নির্ধারিত স্থানে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রক্রিয়া শুরু হবে বলে তিনি আশঅবাদ ব্যক্ত করেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজগঞ্জ,শাহজাদপুর,রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close