reporterঅনলাইন ডেস্ক
  ২৫ জানুয়ারি, ২০২৫

খুবি শিক্ষার্থীকে মাথায় গুলি করে খুন

ছবি : সংগৃহীত

খুলনায় খুব কাছ থেকে মাথায় গুলি করে অর্ণব কুমার সরকার (২৬) নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থীকে খুন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর শেখপাড়া তেতুলতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অর্ণব নগরীর ইসলাম কমিশনার মোড় এলাকার বাসিন্দা নিতিশ কুমার সরকারের ছেলে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের মাস্টার্সের ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শী মামুনুর রশিদ বলেন, রাত সোয়া ৯টার দিকে তেঁতুলতলা মোড়ে প্রায় ৫০-৬০ জন লোক বসেছিল। এ সময় ময়লাপোতা এবং শিববাড়ি মোড় থেকে অন্তত ১০-১৫টি মোটরসাইকেল একযোগে তেঁতুলতলা মোড়ে আসে। হঠাৎ আমরা একজনের চিৎকার শুনতে পাই। উৎসুক হয়ে সামনে এগিয়ে দেখিয়ে ১০-১৫ জন মিলে একজনকে ধারালো অস্ত্র দিয়ে কোপাচ্ছে। পরে একজন পকেট থেকে পিস্তল বের করে খুব কাছ থেকেই তার মাথায় গুলি করে। এর পরপরই দুর্বৃত্তরা সেখান থেকে পালিয়ে যায়। পুরো ঘটনাটি ঘটে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মনিরুজ্জামান মিঠু বলেন, এ ঘটনার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে সেখানে ফোর্স পাঠাই। আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহত অর্ণবের বাড়ি সোনাডাঙ্গা ইসলাম কমিশনারের মোড় এলাকায়। তার পিতা পেশায় একজন ঠিকাদার।

নিহত অর্ণবের পিতা নিতিশ কুমার বলেন, অর্ণব খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়ে। তার কোনো শত্রু থাকার কথা নয়। কে বা কারা কোন স্বার্থে আমার মেধাবী ছেলেকে খুন করেছে জানি না। আমি এর বিচার চাই।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close