হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

  ২২ জানুয়ারি, ২০২৫

মানিকগঞ্জে রাধারমণ জিউ মন্দিরে দুর্ধর্ষ চুরি

ছবি : প্রতিদিনের সংবাদ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের বলড়া গ্রামের শ্রী শ্রী রাধারমণ জিউর মন্দিরে ৪ ভরি স্বর্ণালঙ্কারসহ আনুমানিক দুইশ বছরের পুরনো কষ্টিপাথরের মুর্তি চুরি হয়ে গেছে।

বুধবার (২২ জানুয়ারি) সকাল ৬টায় পুরোহিত মহাদেব চক্রবর্তী মন্দিরের মূল দরজা খুলে দেখতে পায় ভেতরে থাকা মূর্তিগুলো এলোমেলোভাবে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। তাৎক্ষণিকভাবে মন্দিরের সেবায়েত গোপাল সাহাসহ অন্যান্যদের জানালে বিষয়টি নিয়ে হিন্দু ধর্মালম্বীদের তীর্থপীঠ হিসেবে পরিচিত রাধারমণ জিউ মন্দিরে এমন চুরির ঘটনায় হতবাক হয়েছেন সকলেই।

এ বিষয়ে মহাদেব চক্রবর্তী জানান মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টা পর্যন্ত আমরা মন্দিরের ভেতর সজাগ ছিলাম। পরবর্তীতে ঘুমিয়ে যাই এবং সকাল ৬টায় মূল দরজা খুলে দেখতে পাই মন্দিরের ভেতরে থাকা মূর্তিগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

তিনি আরো জানান মন্দিরের বামদিকের দরজার লক ভেঙে ৪ ভরি ওজনের রুপার নুপুর, স্বর্ণালংকারের মধ্যে ৩টি টিপ, ২টি মূর্তির চোখ, নাক, মুখ ও স্বর্ণের ১ জোড়া খরম যার আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা এবং আনুমানিক দুইশ বছরের পুরনো একটি কষ্টি পাথরের মূর্তি চুরি হয়েছে।

মন্দিরের সেবায়েত গোপাল সাহা জানান, মন্দিরের নিরাপত্তার স্বার্থে ১০টি সিসি ক্যামেরা থাকলেও গত ২মাস যাবত সেটটি নষ্ট থাকায় তা মেরামত করতে দেয়া হয়েছে। আমাদের তীর্থপাঠে এমন দুর্ধর্ষ চুরির ঘটনা এই প্রথম। চুরির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করতে আইনের সহযোগিতা চাওয়া হয়েছে। এ বিষয়ে মন্দিরের সাথে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুমিন খান প্রতিদিনের সংবাদ প্রতিনিধিকে জানান, মন্দিরে চুরির ঘটনা জানতে পেরে তাৎক্ষণিকভাবে বিষয়টি খতিয়ে পুলিশ পাঠনো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাধারমণ জিউ মন্দির,চুরি,সেবায়েত,হরিরামপুর,মানিকগঞ্জ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close