সিরাজগঞ্জ প্রতিনিধি

  ২২ জানুয়ারি, ২০২৫

সিরাজগঞ্জে কুষ্ঠ রোগ সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

ছবি : প্রতিদিনের সংবাদ

কুষ্ঠ মানব ইতিহাসের সবচেয়ে প্রাচীন রোগ। মানবসভ্যতার বিকাশ ও সামাজিক উন্নতির সাথে সাথে উন্নত দেশগুলোতে এ রোগের প্রাদুর্ভাব একেবারেই কমে এসেছে। কিন্তু বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কুষ্ঠ রোগের প্রাদুর্ভাব এখনো চোখে পড়ার মতো।

কুষ্ঠ রোগ সম্পর্কিত সচেতনামূলক কর্মশালা বুধবার (২২ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জের সিভিল সার্জন হল রুমে অনুষ্ঠিত হয়। ল্যাপ্রা বাংলাদেশের উদ্যোগে জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সভায় বক্তারা বলেন, গত ২ বছরের কুষ্ঠ রোগে ১৭ জন আক্রান্ত হয়েছিল। এদের মধ্যে চিকিৎসা নিয়ে ১২ জন সুস্থ হয়েছে এবং ৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

তারা আরও বলেন, চিকিৎসা দ্বারা এই রোগ নির্মূল করা সম্ভব। দেশের প্রতিটি জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা পয়সায় এ রোগের চিকিৎসা দেয়া হচ্ছে।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডেপুটি সিভিল সার্জন সিরাজগঞ্জের ডাঃ জুলিয়া আক্তার, সহকারি রেজিস্টার ডিডি ডি এস এস সিরাজগঞ্জ এমডি শামসুল হক সরকার, জেলা সমাজ সেবা কর্মকর্তা। এছাড়াও বক্তব্য রাখেন, সাংবাদিক আব্দুল কুদ্দুস, গাজী শাহাদত হোসেন ফিরোজী, মাহমুদুল কবীর মিঠু, স্বপন কুমার দাস, অশোক ব্যানার্জী, আব্দুল হামিদ প্রমুখ।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজগঞ্জ,কুষ্ঠ রোগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close