তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
দুটি কিডনিই নষ্ট মেধাবী ছাত্র জালাল উদ্দিনের, বাঁচার আকুতি

সিরাজগঞ্জের তাড়াশে দুইটি নষ্ট কিডনি নিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মেধাবী তরুন ছাত্র জালাল উদ্দিন। জালাল উদ্দিন উপজেলার বিনসাড়া গ্রামের ভূমিহীন ও দিনমুজুর আব্দুর রাজ্জাকের ছোট ছেলে এবং সিরাজগঞ্জ সরকারী কলেজের সদ্য অনার্স পাস করা মেধাবী ছাত্র।
জানা গেছে, ছোট বেলা থেকেই জালাল ছিলেন তার পরিবারে একমাত্র আশার প্রদ্বীপ। বড় হয়ে চাকরি করে পরিবারে হাল ধরতে চেয়েছিলেন তিনি। কিন্তু ভাগ্যর নিষ্ঠুরতায় তার দুটি কিডনিই নষ্ট হয়ে এখন মৃত্যুর সাথে লড়াই হচ্ছে তার।
এ দিকে জালালকে শুধু প্রাণে বাঁচিয়ে রাখতেই ডাক্তারের নির্দেশে সপ্তাহে দুই থেকে তিনবার কিডনি ডায়ালাইসিস করতে হচ্ছে। যাতে প্রতিবারে খরচ হচ্ছে ৮ থেকে ১০ হাজার টাকা, যা হতদরিদ্র জালালের পরিবারে কাছে অসাধ্য হয়ে উঠেছে। হাত পাততে হচ্ছে অন্যের কাছে। এদিকে ছেলের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও সরকারের সহযোগিতা চেয়েছেন তার পরিবার।
উপজেলার বিনসাড়া গ্রামে জালালের বাড়িতে গিয়ে কথা হয়। এ সময় তিনি অশ্রুসিক্ত হয়ে বলেন, আমার স্বপ্ন ছিলো লেখাপড়া শেষ করে একটা চাকরি পেলে সংসারের হাল ধরে বাবার কাঁধের বোঝা কমাবো। কিডনি পরিবর্তন করতে যে টাকা প্রয়োজন তা আমার পরিবার কখনো বহন করতে পারবে না। সবাই আমাকে সহযোগিতা করে বেঁচে থাকতে সহায়তা করবেন।
এ ব্যাপারে জালালের বড় ভাই নওসের আলী বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষ যদি আমার ভাইয়ের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা নিয়ে পাশে দাঁড়ান, তাহলে হয়তো আমার ছোট ভাই সঠিক চিকিৎসার মাধ্যমে সুন্দর জীবন ফিরে পেতে পারে। অসুস্থ জালাল উদ্দীনের (সহায়তা পাঠাতে বড় ভাই নওসের আলীর বিকাশ নম্বর- ০১৭৪৯-৪৫৫৩৮২। ও তার বাবা আব্দুর রাজ্জাকের ফোন নম্বর -০১৩৩০-১১৫৬৮৩।
উল্লেখ্য, জালাল উদ্দীনের বর্তমানে সিরাজগঞ্জ শহীদ এম, মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য সপ্তাহে দুটি করে ডায়ালাইসিস চলছে।
পিডিএস/এমএইউ