সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে বিবাহ নিবন্ধকদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ইউএসএআইডি’র অর্থায়নে উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায়, গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর বাস্তবায়নে এফএসটিআইপি প্রকল্পের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা রেজিস্ট্রার কার্যালয়ে সভা কক্ষে বাল্যবিবাহ প্রতিরোধে বিবাহ নিবন্ধকদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জেলা রেজিস্ট্রার কার্যালয়ে সভায় সিরাজগঞ্জ জেলা রেজিস্ট্রার শরীফ তোরাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রোগ্রাম অফিসার জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ফাহিম আল আশরাফ, বিশেষ অতিথি সিরাজগঞ্জ জেলা কাজী সমিতির সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
ইউনিয়ন পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত বিবাহ নিবন্ধক, পুরোহিত, সাংবাদিক ও পিয়ার লিডারগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উক্ত প্রকল্পটি সিরাজগঞ্জ, গাইবান্ধা, রাজশাহী, নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায় বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে কাজ করে যাচ্ছে।
পিডিএস/এমএইউ